প্রকাশিত: Mon, Jan 22, 2024 10:36 AM
আপডেট: Tue, Jul 1, 2025 11:18 PM

[১]ম্যান্ডেলার জিনিসপত্র নিলাম আটকানোর চেষ্টায় দক্ষিণ আফ্রিকার সরকার

এম খান: [২] দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসের একটি বিতর্কিত নিলাম আটকানোর চেষ্টা করছে দেশটির সরকার।

[৩] আফ্রিকানিউজ জানিয়েছে, নেলসন ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজিওয়ে ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রে এগুলো নিলামে তুলছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, সেগুলো দেশের সম্পদ।

[৪] ম্যান্ডেলার জিনিসপত্র বিক্রি বন্ধে একটি আপিল দায়ের করেছে সাউথ আফ্রিকান হেরিটেজ রিসোর্সেস এজেন্সি (সাহরা)। আপিলের সম্মতি আর সমর্থন দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়।

[৫] শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিজি কোডওয়া বলেন, “দেশের সমৃদ্ধ ঐতিহ্য বজায় রাখার স্বার্থে এই আপিল করা হয়েছে। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এজন্য তার জিনিসপত্র বিক্রি বন্ধ করা জরুরি।”

[৬] ২২ জানুয়ারি সোমবার জিনিসপত্রগুলো নিলামে উঠতে যাচ্ছে। নিউইয়র্ক ভিত্তিক ‘গার্নসি’ নিলাম হাউসের মাধ্যমে সেগুলো বিক্রির চেষ্টা চলছে।

[৭] নিলামে তুললে দাম কেমন হতে পারে- সেই ধারণা দিয়ে গার্নসি বলছে, শ্রবণযন্ত্রগুলো ২০ হাজার ডলার এবং একটি শার্ট ৭০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

[৮] ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান নেলসন ম্যান্ডেলা।